ধানমন্ডি লেকপাড়ে উচ্ছেদকৃত স্থান পরিদর্শনে ডিএসসিসি মেয়রের
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বুধবার (৫ জানুয়ারি) দুপুরে ধানমন্ডি লেকপাড়ে উচ্ছেদকৃত স্থানসমূহ পরিদর্শন করেছেন।
ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় মেয়র লেকপাড়ের ধানমন্ডি-৩২ নম্বর সেতু সংলগ্ন পুলিশ ফাঁড়ি হতে ১৪/এ নম্বরের ডিপিডিসির সাব-স্টেশন পর্যন্ত অবৈধ দখল মুক্ত করে হাঁটার পথ (ওয়াকওয়ে) সৃষ্টি করায় সন্তুষ্টি প্রকাশ করেন। একইসঙ্গে তিনি এ সময় কর্মকর্তাদের বেশ কিছু নির্দেশনাও দেন।
ধানমন্ডি-৩২ নম্বর সংলগ্ন পুলিশ ফাঁড়ির (আদর্শ পুলিশ ফাঁড়ি) লেকপাড় দখল করে বর্ধিত করা অবৈধ ১০ ফুট বর্ধিতাংশের পুরোটা এবং ধানমন্ডি-১৪/এ এলাকায় লেকমুখী রাস্তার জায়গা দখল করে নির্মিত ডিপিডিসির ৬০ ফুট দৈর্ঘ্য ও ৩৪ ফুট প্রস্থ বিশিষ্ট আয়তাকার অবৈধ ভবনে স্থাপিত সাব-স্টেশনের পুরো অবৈধ বর্ধিতাংশ স্ব স্ব কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে ভেঙে ফেলে। লেকপাড়ে গণপূর্ত অধিদপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অনুমোদনহীন অবৈধ আধা-পাকা ভবন হতে সেখানে বসবাসরত বাসিন্দারা সরে গেলেও অবৈধভাবেই নির্মিত অবকাঠামো থেকে যাওয়ায় তা গত মঙ্গলবার উচ্ছেদ করা হয়।
এ ছাড়া ব্যক্তিমালিকানাধীন ১৫টি ভবনের অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়েছে। বর্তমানে সেখানে ওয়াকওয়ে সৃষ্টির কাজ চলমান রয়েছে।
আরইউ/এমএমএ/