আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবক উদ্ধার
বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনের তিন তলার বাইরের দেয়ালের ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে আটকে পড়া (আনুমানিক ২৮-২৯ বছর) এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (৫ জানুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে উদ্ধার করা ব্যাক্তির নাম জানা যায়নি। তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। উদ্ধারের পর তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হেফাজতে দেয়া হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে জানানো হয়, আটকে পড়া ব্যক্তির বিষয়ে ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ সংবাদ পায় ২ টা ৪৪ মিনিটে। সংবাদ পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ২টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে ৩টা ৫৮ মিনিটে উদ্ধারকাজ শেষ করে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পুলিশের মতিঝিল জোনের ডিসি আব্দুল আহাদের কাছে হস্তান্তর করা হয়। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি সেখানে কিভাবে গেল তা জানা যায়নি। তবে তিনি সুস্থ আছেন।
এনএইচ/এমএমএ/