উত্তরায় মানিক বস্তিতে অগ্নিকাণ্ড, ৩ মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি: সংগৃহীত
উত্তরার খালপাড়ে সরকারি খাস জমিতে নির্মিত চন্ডালবুক মানিক বস্তিতে অগ্নিকাণ্ডের পর সেখান থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা জানান, বস্তিতে সুরুজ মিয়ার ঘরে অগ্নি দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আগুনের সংবাদ পায় ভোর রাত ৪টা ২০ মিনিটে। দুর্ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে। দুই কক্ষ বিশিষ্ট একটি টিনশেড ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়। আগুন নিয়ন্ত্রণে আসে ৫টা ৪০ মিনিটে।
এ অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ বৈদ্যুতিক গোলযোগ বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। অগ্নি দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের নাম মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)। মৃতদেহ এসআই ওয়াজিউর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ওয়াজিউর রহমান জানান, ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের পর ওই টিনশেড ঘরের ভেতর থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে জাহাঙ্গীর ও রুমা আপন ভাই বোন আর আফরিন তাদের খালাতো বোন।
তিনি আরও জানান, ঘটনার সময় বাসার মধ্যে চারজন ছিল। বড় ভাই আলমগীর অগ্নিকাণ্ডের সময় বাইরে বেরিয়ে যায়।
নিহত জাহাঙ্গীরের বাবা সুরুজ মিয়া ও মা আলেয়া বেগম কয়েকদিন আগে তাদের গ্রামের বাড়ি দিনাজপুর বীরগঞ্জে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এনএইচ/টিটি