জাতীয় গৃহায়ণ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মনসুর-দেলোয়ার প্যানেল
জাতীয় গৃয়াহণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নে মনসুর-দেলোয়ার প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
রবিবার (২ জানুয়ারি) দুপুরে জাতীয় গৃহায়ণ কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মামুনুর রশিদ।
২০২১ সালের ৫ ডিসেম্বর এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৭ ডিসেম্বর হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৫ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এই সময়ের মধ্যে শুধু মনসুর-দেলোয়ার প্যানেল ছাড়া বিপক্ষ কোনো প্যানেল বা ব্যক্তিগতভাবে কেউ মনোনয়ন সংগ্রহ বা জমা না দেওয়ায় চলতি বছরের শুরুর দিন ১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। ফলে নির্বাচন কমিশন মনসুর-দেলোয়ার পরিষদের প্রার্থীদের নির্বাচিত হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিল।
নতুন সভাপতি মো. মনসুর আলম এবং মো. দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম সামছুদ্দোহা পাটোয়ারী।
নতুন কমিটিতে অন্যদের মধ্যে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. আতিকুর রহমান, সহ-সভাপতি-১ মো. মোস্তফা কামাল, সহ-সভাপতি-২ মো. জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মালেকিন নাছির, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আশরাফুল আলম এবং অর্থ সম্পাদক মো. নাছির হোসেন।
আরইউ/এমএমএ/