৬ দিনে উচ্ছেদ ২১৮ স্থাপনা
বুড়িগঙ্গা তীর থেকে আরও ২৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ

ষষ্ঠ ও শেষ দিনের অভিযানে বুড়িগঙ্গা নদীর দুই তীর থেকে ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন।
দুই দিন বিরতি দিয়ে রবিবার (২ জানুয়ারি) বুড়িগঙ্গা তীরে শেষ দিনের অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন।
৬ষ্ঠ দিনের অভিযানে লালবাগ থানা এলাকায় বুড়িগঙ্গা আদি চ্যানেলের কামরাঙ্গীরচরে ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
৩ তলা দুটি পাকা ভবন, এক তলা দুটি পাকা ভবন, ১৬টি সেমিপাকা ঘর, একটি দু’তলা টিন শেড ঘর, ৫টা টিন-শেড ঘর এবং দুটি পাকা দেয়াল উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ অভিযানের সময় বিআইডব্লিউটিএ এবং ঢাকা জেলা প্রশাসনের দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, উচ্চ আদালতের নির্দেশে বিআইডব্লিউটিএ এবং ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গত ২৬ ডিসেম্বর থেকে ছয দিন ব্যাপী উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ এবং ঢাকা জেলা প্রশাসন। শুক্রবার ও শনিবার অভিযান বন্ধ ছিল। এর আগে ৫ দিন অভিযান পরিচালনা করা হয়। আজ ছিল শেষ দিনের অভিযান।
এ নিয়ে ছয় দিনে বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন বুড়িগঙ্গা তীর থেকে মোট ২১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল।
এনএইচবি/এমএমএ/
