থার্টিফার্স্ট উদযাপন
ফানুস থেকে ঢাকার সাত এলাকায় অগ্নিকাণ্ড
পুরান ঢাকায় ফানুস থেকে আগুন
ইংরেজি নতুন বছর উদযাপনে আয়োজিত ফানুস উড়ানো ও আতশবাজি থেকে রাজধানীর সাত এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে আগুনের এসব ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সর্বমোট ১৮টি ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা।
আগুনের সূত্রপাত জানতে যোগাযোগ করা হয় আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (আপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধণের সাঙ্গে। তিনি ঢাকাপ্রকাশকে বলেন, থার্টিফাস্ট নাইট উদযাপনে আতশবাজি ও ফানুস উড়ানো হয়ে থাকে। এর মধ্যে আতশবাজি থেকে আগুন লাগার ঘটনা তুলনামূলক কম হলেও জ্বলন্ত উড়ন্ত ফানুস থেকে বেশিরভাগ ক্ষেত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এর আগে, নতুন বর্ষের উৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে রাজধানীর গুলশান-২ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলে ছিলেন র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
নতুন বছর আগমনে উৎসবের নামে কোনো উচ্ছৃঙ্খলতা না করার অনুরোধ জানিয়ে র্যাব মহাপরিচালক বলেছিলেন, 'আমাদের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো কিছু করা যাবে না। রাজধানীর অভিজাত এলাকাসহ (গুলশান, বনানী বারিধারা, ধানমন্ডি) বিভিন্ন স্থানে যদি কেউ মাতাল হয়ে উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে তবে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে র্যাব।'
এ ছাড়াও উচ্চ স্বরে হর্ন বা মাইক বাজিয়ে জন মানুষকে বিরক্ত করা যাবে না বলেও জানিয়েছিলেন তিনি।
এনএইচ/টিটি