নতুন বছরে অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান: ডিএসসিসি মেয়র
নতুন বছরে অবৈধ রিকশা, অনুমোদনহীন রিকশা এবং ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হবে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র (ডিএসসিসি) ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে ডিএসসিসির দ্বিতীয় পরিষদের একাদশতম বোর্ড সভায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানান।
ডিএসসিসি মেয়র বলেন, ‘আগামী বছর থেকে অবৈধ রিকশা, অনুমোদনহীন রিকশা এবং ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে আমরা অভিযান আরম্ভ করব। সে জন্য আপনাদের সহযোগিতা ও সহায়তা প্রয়োজন হবে। আমি আশাবাদী যে, আপনারা সেই সহযোগিতা করবেন।’
ঢাকা শহরের যান চলাচল ব্যবস্থাপনা শৃঙ্খলাবদ্ধ করতে ও নিয়মের মধ্যে নিয়ে আসতে বিভিন্ন সড়কে পর্যাপ্ত রিকশা রাখার স্থান ব্যবস্থা করা হবে জানিয়ে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আপনারা জানেন এখানে রিকশা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করছি। দীর্ঘ ৩৪ বছর পর রিকশা নিবন্ধন চলছে। অনেক জটিলতা ছিল, অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে কার্যক্রমগুলো প্রায় সমাপ্তির দিকে নিয়ে এসেছি। আমরা যেমনি গাড়ি রাখার স্থান তৈরি করব তেমনি রিকশা রাখার স্থানও তৈরি করা হবে। সেখান থেকেই যাত্রীরা রিকশায় উঠবে, সেবা নেবে। এভাবে আমরা ঢাকা শহরের যান চলাচল ব্যবস্থা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব ইনশাআল্লাহ।’
এ সময় সম্প্রতি চালু হওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় পরীক্ষামূলক বাস সেবা চালু হওয়া ডিএসসিসি মেয়র বলেন, ‘দেখা যাচ্ছে যে, অন্যান্য যাত্রীবাহী বাসে একই দূরত্বের জন্য যে মূল্য নেওয়া হয়, এখন তার চেয়েও অনেক কম টাকায় নগর পরিবহনে সেবা পাচ্ছে। যাত্রীরা উপকার পাচ্ছেন। আগামী বছর আমরা এই ঢাকা শহরে বাস রুট রেশনালাইজেশন সেবা বৃহাদাকারে দৃশ্যমান করতে পারব।’
বোর্ড সভায় ‘বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ’ বিষয়ক স্থায়ী কমিটি সংশোধন করা হয়।
বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ডিএসসিসির ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিন্নাত আলী গত ৪ জুলাই ২০২১ তারিখে মৃত্যুবরণ করেন। এ পরিপ্রেক্ষিতে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯' এর ৫০(৩) এর ধারা মোতাবেক উক্ত স্থায়ী কমিটি সংশোধন করা হয়।
বোর্ডসভায় করপোরেশনের কাউন্সিলরবৃন্দ ছাড়াও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
আরইউ/এমএমএ/