৮৮ হাজার দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চান ডিএসসিসি মেয়র
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৮৮ হাজার দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২৯ ডিসেম্বর) নগরীর ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির মিলনায়তনে `প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইইউপিসি)' প্রকল্পের আওতায় ১৪ ও ২২ নম্বর ওয়ার্ডের `উপকারভোগীদের ক্ষুদ্র ব্যবসা ও শিক্ষা অনুদান' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
ডিএসসিসি মেয়র বলেন, 'আমাদের ৪ হাজার ৯৩৬টি কমিউনিটি হিসেবে ৪৫ হাজার ৫০০ পরিবারকে সহযোগিতা করতে চাই এবং ৬০ হাজার পরিবারের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করতে চাই। সুতরাং এই প্রকল্প যদি সফল হয় তাহলে প্রধানমন্ত্রী আরও বৃহদাকারে এ ধরনের প্রকল্প অনুমোদন দেবেন। তাই প্রকল্প বাস্তবায়নকে আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে।'
শুধুমাত্র ঢাকাবাসীর উন্নয়নের জন্য এই কর্মসূচি উল্লেখ করে মেয়র বলেন, 'আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেব আমাদের ভোটারদের প্রতি, আমাদের এলাকার জনগণের প্রতি। প্রকল্পের আওতায় যে সুযোগ-সুবিধা দেওয়া হবে তারা যেন ঢাকাবাসী হয় সেটা আমরা নিশ্চিত করব। আমাদের সিডিসি ক্লাস্টার প্রতিনিধিবৃন্দ এবং আমাদের কাউন্সিলরবৃন্দ সেটা নিশ্চিত করবেন।'
অনুষ্ঠানে এককালীন ১০ হাজার টাকা করে ১০৮ জন ব্যক্তির মাঝে ব্যবসায়িক অনুদান এবং শিক্ষা অনুদান হিসেবে প্রতিজন শিক্ষার্থীকে ৯ হাজার টাকার অর্ধেক সাড়ে ৪ হাজার টাকা করে ৪৮ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ কর হয়। শিক্ষার্থীদের শিক্ষা অনুদানের বাঁকি সাড়ে ৪ হাজার টাকা আগামী মাসে প্রদান করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনসহ সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরবৃন্দ, থানা ও ওয়ার্ড আওয়ামী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ডিএসসিসি মেয়র নগরীর ৬৫ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন করেন।
আরইউ/এসআইএইচ