“মুক্তিসংগ্রামের চেতনায় সমৃদ্ধির পথে বাংলাদেশ” শীর্ষক সেমিনার
ফাইল ফটো
বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম-এর উদ্যোগে “মুক্তিসংগ্রামের চেতনায় সমৃদ্ধির পথে বাংলাদেশ” শীর্ষক সেমিনার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (২য় তলা, ভিআইপি লাউঞ্জে) অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।
উক্ত সেমিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, ট্রেজারার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. রাশিদ আসকারী, সহ-সভাপতি, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম; এম নজরুল ইসলাম, সভাপতি, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ; শ্যামল দত্ত, সম্পাদক, দৈনিক ভোরের কাগজ; অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), সদস্য সচিব, সম্প্রীতি বাংলাদেশ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি ও সাবেক উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. মীজানুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। স্বাগত বক্তব্য রাখবেন বিশিষ্ট কলামিস্ট ও ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস।