বুড়িগঙ্গা তীরে চতুর্থ দিনে অবৈধ ৬৬ স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আজ বুধবারও (২৯ ডিসেম্বর)অব্যাহত ছিল। চতুর্থ দিনের এই অভিযানে কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার দুই তীর থেকে ৬৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানের সময় বিআইডব্লিউটিএ এবং ঢাকা জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
আজকের অভিযানে একটি ছয় তলা ভবন,একটি দোতলা ভবন, একটি চক পাউডার ফ্যাক্টরিসহ পাঁচটি সেমি পাকা ঘর, ছয়টি পাকা দোকান ঘর, একটি আরসিসি গেইট, ৪৫টি ঘর নিয়ে গড়ে উঠা একটি ফার্নিচার মার্কেট এবং সাতটি টিনশেড দোকান ঘর উচ্ছেদ করা হয় । উদ্ধারকৃত জমির পরিমাণ এক একর।
প্রসঙ্গত, উচ্চ আদালতের নির্দেশে গত ২৬ ডিসেম্বর থেকে ছয় দিনের উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন। কামরাঙ্গীরচর এলাকায় আদি বুড়িগঙ্গা নদীর দুই তীরে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অভিযান চলবে বলে বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে।
এনএইচবি/এসআইএইচ
