বুড়িগঙ্গায় অভিযান: তৃতীয় দিনে ৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুড়িগঙ্গা নদীর দুই তীরের অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদের তৃতীয় দিন মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ৭০টি স্থাপনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন।
উচ্চ আদালতের নির্দেশে বিআইডব্লিটিএ ও ঢাকা জেলা প্রশাসন গত ২৬ ডিসেম্বর বুড়িগঙ্গা আদি চ্যানেলের কামরাঙ্গীরচর এলাকায় নদীর দুই তীরে উচ্ছেদ অভিযান শুরু করে।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, আজ তৃতীয় দিনের অভিযানে তিন তলা একটি মার্কেট, দুই তলা একটি মার্কেট, ৩১টি দোকান ঘর, ৩৬টি কারখানা ও একটি জুতার কারখানা উচ্ছেদ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবাদুল্লাহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইকবাল হোসেনের উপস্থিতিতে কামরাঙ্গীরচর লোহারপুল এলাকার ঢাকা প্রান্তে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এনএইচবি/এএস