চালু হলো ঢাকা নগর পরিবহন বাস
অবশেষে ঘাটারচর-মোহাম্মদপুর-মতিঝিল- কাচপুর রুটে চালু হলো ঢাকা নগর পরিবহন বাস। রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে সড়ক ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন।
এরপর ঢাকার দুই মেয়র ১১টাকায় টিকিট কেটে সবুজ রংয়ের এরুটের বাসে উঠেন। যা মোহাম্মদপুর থেকে শুরু হয়ে শংকর পর্যন্ত যায়।
এ রুটে মোট ৫০টি বাস চলাচল করবে। এরমধ্যে বিআরটিসির ৩০টি ও ট্রান্স সিলবার ২০টি বাস রয়েছে। ভাড়া হচ্ছে প্রতিকিলো ২ টাকা ১৫ পয়সা। প্রয়োজন আমলে নিয়ে আরও বাস বাড়ানো হবে।
শৃঙ্খলা ফেরাতে ২০২৩ সালে পুরো ঢাকা শহরে ৯টি ক্লাস্টারে এভাবে বাস চলবে। অনুমোদনহীন কোনো বাস চলতে পারবে না।
ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুরের সংসদ সদস্য সাদেক খান। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।
জেডএ/জেডএকে