শিক্ষক হত্যার প্রতিবাদে সাভার-আশুলিয়ার স্কুল বন্ধ ঘোষণা
সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার (৩৫) হত্যার প্রতিবাদে ও খুনীর উপযুক্ত শাস্তির দাবিতে বৃহস্পতিবার (৩০ জুন) সাভার-আশুলিয়ার সকল স্কুল বন্ধ ঘোষণা করেছে 'ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশন'(ফোকা)।
স্কুল বন্ধের বিষয়টি ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছেন ফোকার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এ ব্যাপারে লিখিত বিজ্ঞতির মাধ্যমে ফোকা জানায়, ১. বৃহস্পতিবার (৩০ জুন) সাভার-আশুলিয়ার সকল স্কুল বন্ধ থাকবে ২. সকাল ১০টায় সাভার উপজেলা চত্বরে সাভার-আশুলিয়ার সকল শিক্ষকের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত ৩. উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কে স্মারকলিপি প্রদান এবং সকল শিক্ষকের কালো ব্যাচ ধারণ।
উক্ত কর্মসূচি বাস্তবায়ন করতে সাভার-আশুলিয়ার সকল শিক্ষককে অনুরোধ করেন ফোকার চেয়ারম্যান।
উল্লেখ্য, শনিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর অতর্কিত হামলা চালায় একই স্কুলের দশম শ্রেণীর ছাত্র জিতু মিয়া। এরপর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ওই শিক্ষককে সাভারের এনাম মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়। সোমবার (২৭ জুন) ভোর সোয়া পাচটায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী জিতু মিয়া পলাতক রয়েছে। জিতু মিয়াকে পালাতে সাহায্য করার অপরাধে তার বাবা উজ্জ্বল হোসেনকে কুষ্টিয়ার কুমারখালি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআইএইচ