যানজটের নগরী ঢাকা এখন ফাঁকা
ঢাকা এখন ফাঁকা। চলছে বাধা পেরিয়ে উত্তাল পদ্মা জয়ের উৎসব। দীর্ঘ চ্যালেঞ্জ আর প্রতিকূলতা পেরিয়ে যে স্বপ্ন দেখেছিল জাতি, আজ তা বাস্তব হলো। পদ্মার বুকে গৌরবের প্রতীক পদ্মা সেতুর দুয়ার খুলে দেয়া হলো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই এলো ঐতিহাসিক সেই মুহূর্তটি। স্বপ্নের, সক্ষমতার সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলে গেল স্বপ্নের দ্বার। একে তো আজ শনিবার সাপ্তাহিক ছুটি এর পাশাপাশি পদ্মা সেতু খুলে দেওয়ায় ঢাকা এবং ঢাকার আশে পাশের মানুষ সেতু দেখতে ও আওয়ামী লীগের সম্মেলনে যুক্ত হতে মাওয়া প্রান্তে ও মাদারীপুরের শিবচরে গেছেন। আর তাই যানজটের নগরী ঢাকা এখন ফাঁকা হয়ে পড়েছে।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঢাকাতে মানুষের চাপ এবং গাড়ির চাপ কম রয়েছে এমনটায় জানিয়েছে একাধিক পথচারীরা বলেন, মানুষ আজ পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে সেতুর এলাকার আশে পাশে রয়েছেন। এজন্য রাজধানীর কোথাও তেমন যানজট নেই। স্বাচ্ছন্দে চলাফেরা করছে সাধারণ মানুষ। আজ শনিবার (২৫ জুন) সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে একাধিক পথচারীর সাথে আলাপ করে এমন চিত্রই চোখে পড়ে।
কাওরান বাজার এলাকায় কথা হয় বিনোদন জগতের লোক পথচারী এ মিজানের সঙ্গে এসময় তিনি বলেন, আজ পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকা ফাঁকা কোথাও তেমন কোন যানজট নেই। তিনি বলেন, বাইরে বের হলে মনে হচ্ছে ঈদের মতো ফাঁকা হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকা। মনে হচ্ছে আরেকটা ঈদের আনন্দ চলছে।
কারন বাজার এলাকায় এটিএন বাংলার মোড়ে কথা হয় রাজীবের সঙ্গে। এসময় তিনি বলেন, মোহাম্মদপুর থেকে মাত্র ১৫ মিনিটে কাওরান বাজারে এসেছি। আজ রাজধানী ফাঁকা খুব ভালোই লাগছে ঢাকার এমন চিত্র। সব সময় এমনটায় হওয়া উচিত।
মিরপুরের পথযাত্রী লাবনী আক্তার স্বপ্না বলেন, বাংলা মটরে পৌঁছাতে আজ মাত্র ২৫ মিনিট সময় লেগেছে। যেখানেই সময় লাগে এক থেকে দু-ঘন্টা। স্বাচ্ছন্দ্যে অফিসে পৌঁছাতে পেরে ভালই লাগছে। মহাখালী থেকে শাহবাগর এসেছেন তিতুমীর কলেজের সেলিম মিয়া। এসময় তিনি বলেন, ঢাকা আজ বেশ ফাঁকা ভালোই লাগছে চলাফেরা করতে। প্রতিদিন এমন হলে আমাদের শান্তি ফিরে আসতো।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক প্রধান) মনিবুর রহমান বলেন, পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে অনেক গাড়ি এবং মানুষ ওই সব এলাকায় গিয়েছেন। এজন্য রাজধানীতে গাড়ির চাপ এবং মানুষের চাপ কম থাকায় যানজটও কম দেখা গেছে। তাছাড়া শনিবার সরকারী ছুটির দিন এদিনে রাস্তাঘাট একটু ফাঁকা থাকে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এএজেড