পদ্মা সেতু: উদ্বোধন ঘিরে রাজধানীর হাতিরঝিল সেজেছে নতুন রূপে
আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরই উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু। যার জন্য বছরের পর বছর নিজেদের মনের গহীণে স্বপ্ন বুনেছিলেন পদ্মার দক্ষিণ পাড়ের ২১ জেলার মানুষ। অপেক্ষায় দিনের পর দিন কাটিয়েছিলেন। সেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অবসান ঘটতে যাচ্ছে ২৫ জুন।
দেশের দীর্ঘতম সেতুটির উদ্বোধনকে ঘিরে সাজানো হয়েছে রাজধানীর হাতিরঝিল এলাকা। শুক্রবার (২৪ জুন) হাতিরঝিলের বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য ছিলো চোখে পড়ার মত। হাতিরঝিলের নতুন রূপ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঘুরতে আসা সাধারণ মানুষ। এ যেন এক আনন্দ উল্লাসে পরিণত হয়েছে।
সেতু বিভাগের আয়োজনে ঝিলটিতে নানা রং-বেরঙের ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড শোভা পাচ্ছে। পদ্মা সেতু নিয়ে রয়েছে নানা লেখা। এলইডির আলোয় ছেয়ে গেছে পুরো হাতিরঝিল। এমন আয়োজনে নতুন রূপ পেয়েছে রাজধানীর অন্যতম বিনোদনের এই এলাকা।
শাহাবাগ থেকে ঘুরতে আসা নজরুল ও নদী বলেন, আজ ঘুরতে বেশ ভালই লাগছে। তবে আমরা প্রায় এখানে আসি।
উত্তরা থেকে ঘুরতে আসা মামুন মিয়া বলেন, তেমন একটা ঘুরতে বের হওয়া হয় না। শুনলাম পদ্মা সেতুর অনুষ্ঠান এখানে হবে এজন্য আজ এখানে এসেছি।
মিরপুর থেকে ঘুরতে আসা রিয়াদ ও ময়না আক্তার বলেন, আজ এখানে এসে ভীষণ ভালো লাগছে। হাতিরঝিল সবসময় সুন্দর লাগে আমাদের কাছে। তবে অনুষ্ঠান উপলক্ষে আরও সুন্দর লাগছে।
মালিবাগ থেকে ঘুরতে আসা তরুণী শিবালী বলেন, ‘আগামীকাল স্বপ্নের সেতুর উদ্বোধন হবে। এজন্য হাতিরঝিলকে সাজানো হয়েছে, তাই দেখতে এসেছি।
প্রসঙ্গত, আগামীকাল শনিবার পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর মাদারীপুরের শিবচরে জনসভায় বক্তব্য দেবেন সরকারপ্রধান।
কেএম/এএস