ফার্মগেটে খোলা বেশ কিছু দোকান, নিজস্ব বাতিতে চলছে কেনাকাটা
সারা দেশে আজ সোমবার থেকে দোকান, বিপণিবিতান, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রবিবার (১৯ জুন) এক বৈঠকে দোকানপাট বন্ধের এ সিদ্ধান্ত দেন। কিন্তু ফার্মগেট এলাকায় বেশ কিছু দোকান খোলা দেখা গেছে। তবে বেশির ভাগ ফুটপাতের দোকানগুলো খোলা রয়েছে। ফুটপাতের দোকানদাররা বলছে, আমরাও তো বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করছি। এজন্য মোবাইল ফোন বা নিজস্ব আলো ব্যবহার করে বা জ্বালিয়ে ব্যবসা করছি।
এ বিষয়ে একাধিক দোকানদারের সঙ্গে কথা হলে তারা জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও বিশেষ কিছু ক্ষেত্রে রয়েছে ছাড়। সেই ছাড় আমরা কাজে লাগাচ্ছি। মার্কেট কতৃপক্ষ আমাদের বলেছেন দোকান খোলা রাখা যাবে তবে আলো বা বাতি জ্বালানো যাবে না। এজন্য আমরা মোবাইলের আলো এবং চার্জার বা বিকল্প ব্যবস্থায় আলো দিয়ে বেচাকেনা করছি।
আজ সোমবার (২০ জুন) রাজধানীর ফার্মগেট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় দু-একটি শপিং মল বন্ধ থাকলেও ফুটপাতের ব্যবসা জাঁকজমক রয়েছে। দেদার্ছে চলছে ফুটপাতের কেনাকাটা। দেখা গেছে, অনেক মানুষ ফার্মগেটে উৎসব মুখর পরিবেশে কেনাকাটা করছেন। তারা বলছেন, কম টাকায় আমরা কেনাকাটা করতে পারছি। এজন্য চলার পথে ঈদের জন্য এখন থেকে কেনাকাটা শুরু করছি।
ফার্মগেটে সরেজমিনে দেখা গেছে, ফার্মগেট সুপার মার্কেট,ফার্মভিউ সুপার মার্কেট বন্ধ থাকলেও পাশের বাটা সুপার মার্কেট খোলা রয়েছে। তবে লোটো, জেনসি, সেন্ট্রাল প্লাজা বন্ধ রয়েছে। এদিকে আনন্দ সিনেমা হল খোলা আছে ভিতরে দর্শকরা ছবি দেখছেন। চলছে অমানুষ সিনেমা।
এ বিষয়ে জানতে চাইলে ফার্মগেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল বলেন, ফার্মগেটের এক পাশ শেরেবাংলা থানার মধ্যে পড়ছে আরেক পাশ আমাদের তেজগাঁও থানার মধ্যে পড়েছে। তাছাড়া মার্কেট বন্ধ রয়েছে। রাস্তার পাশে দোকানপাট খোলা আছে উপরের নির্দেশনা পেলে আমরা বন্ধের জন্য আইনগত ব্যবস্থা নিবো।
ঘটনা স্থলে ডিউটিরত পুলিশ সদস্য মজিবুর রহমান বলেন, দোকানপাট খোলা থাকায় তাদের আমরা প্রশ্ন করছি আজ না বন্ধ রাখতে হবে। তারা আমাদের উল্টা বলছে, আমরা তো বিদ্যুৎ সাশ্রয় করছি। মোবাইল ফোন অথবা নিজস্ব আলো ব্যবহার করছি। এতে তো কারো মাথা ব্যথার দরকার নেই।
এদিকে সারা দেশে আজ সোমবার থেকে দোকান, বিপণিবিতান, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। কর্মসংস্থান মন্ত্রণালয় রবিবার (১৯ জুন) এক বৈঠকে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেন। এর আগে গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
কেএম/এএজেড