সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
দেশের উন্নয়ন-অগ্রগতির সঙ্গে সঙ্গে অগ্নিনিরাপত্তায় যে বর্ধিত চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় সকলকে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
সোমবার (২০ জুন) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত এক দরবার অনুষ্ঠানে এ কথা বলেন।
অনুষ্ঠানে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকরা এবং ঢাকার বিভিন্ন জোনের উপসহকারী পরিচালকরা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে দরবারের মূল অনুষ্ঠান শুরু হয়। মূল অনুষ্ঠানের শুরুতে সবার প্রথমেই সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিদুর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর মহাপরিচালক তার বক্তব্য শুরু করেন।
তিনি ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে তাকে পদায়ন করায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সেনাবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তা ছাড়া সীতাকুণ্ডের দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের উন্নত বাংলাদেশ এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সও একটি আধুনিক ও উন্নত বাহিনীতে পরিণত হবে বলে আশা ব্যক্ত করেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক।
দেশের উন্নয়ন-অগ্রগতির সঙ্গে অগ্নিনিরাপত্তা বিষয়ে যে বর্ধিত চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলার লক্ষ্যে সঠিকভাবে দায়িত্ব পালনের উপর গুরত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, ‘এক্ষেত্রে সকলকে আন্তরিক থাকতে হবে। দায়িত্ব পালনের ব্যত্যয় হলে তা মেনে নেওয়া হবে না। আমি সকলের ওয়েলফেয়ার যেমন দেখার চেষ্টা করব, একইসঙ্গে নিজ দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পেলে আমি সংশ্লিষ্ট কর্কর্তা-কর্মচারীকে জবাবদিহির আওতায় আনতেও দ্বিধা করব না।’
অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী সকল সুবিধা ও ছুটি প্রদানের ক্ষেত্রে তাদেরকে উদার হওয়ার পরামর্শ দেন।
কেএম/এমএমএ/