কক্সবাজারে নারী ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি
সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ কক্সবাজার পর্যটন এলাকায় সন্ধ্যায় স্বামী ও সন্তানকে জিম্মি ও মেরে ফেলার হুমকি দিয়ে এক নারী ধর্ষনের সংবাদে গভীর উদ্বেগ, নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে আরও বলা হয়, 'পর্যটন শিল্প জাতীয় অগ্রযাত্রা ও সভ্যতার নিদর্শন। আমাদের দেশের পর্যটনের রাজধানী কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা বিধান করা না গেলে দেশের ভাবমূর্তির পাশাপাশি জাতীয় উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যহত হবে।'
কক্সবাজার সৈকতের আন্তর্জাতিক যে খ্যাতি তা হারিয়ে গেলে দেশ বিপদগ্রস্ত হবে।
পর্যটন শিল্পের সঙ্গে দেশের কোটি কোটি অর্থ বিনিয়োগের পাশাপাশি এ শিল্পের সঙ্গে জড়িত লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। সেই বিবেচনা থেকে জিয়া গেস্ট হাউসের সংগঠিত নারী ধর্ষনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করার দাবি জানান তিনি।
একই সঙ্গে আন্তর্জাতিক ও জাতীয়ভাবে পর্যটন শহর কক্সবাজারের ভাবমূর্তি ফিরিয়ে আনার উগ্যোগ গ্রহণের দাবিও জানান তিনি।
এমএমএ/