বরখাস্ত মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ গ্রেপ্তার

বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ায় সাময়িক বরখাস্ত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের 'হোটেল ডি মেরিডিয়ান' থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে তাকে গ্রেপ্তারের জন্য হোটেলটি ঘিরে রাখা হয়। র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।
তিনি বলেন, বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান চলাকালীন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেপ্তারে হোটেল ডি মেরিডিয়ান ঘিরে রাখা হয়েছে। তিনি হোটেলটিতে অবস্থান করছেন এমন তথ্য রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তাকে গ্রেপ্তারের পর জানানো হবে।
এদিকে, বরখাস্ত হওয়ার পর থেকেই আত্মগোপনে চলে যান মো. শাহনেওয়াজ শাহানশাহ। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পরে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের 'হোটেল ডি মেরিডিয়ান' ঘিরে রাখে র্যাব।
এনএইচ/কেএফ/
