এডিস মশা নির্মূলে ১০ দিনব্যাপী ডিএনসিসির অভিযান শুরু

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে মঙ্গলবার (১৭ মে) থেকে ১০ দিনের বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার সকালে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক সংলগ্ন এলাকায় ১০দিন ব্যাপি বিশেষ মশা নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।
ডিএনসিসি’র সারা বছরব্যাপী নিয়মিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান থাকে জানিয়ে সেলিম রেজা বলেন, এই মৌসুমে মেয়রের নির্দেশনায় আমরা ইতিমধ্যে হট স্পর্ট চিহ্নিত করে অঞ্চল ও ওয়ার্ড পর্যায়ে নিয়মিত কাজ করে যাচ্ছি।
মো. সেলিম রেজা নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, নিজ নিজ বসতবাড়িতে জমে থাকা পানি ফেলে দিয়ে এডিসের উৎপত্তি স্থল ধ্বংস করতে হবে, সবাই মিলে সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।
এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ডিনসিসির পুরো এলাকায় ৪০০ বর্গগজ আয়তনে বিভক্ত করে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতিমধ্যে ৯৫০ জন স্বেচ্ছাসেবক তালিকাবদ্ধ করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকতা ব্রিগে. জেনা. মো. জোবায়দুর রহমান, স্থানীয় কাউন্সিলরসহ অন্যান্য কর্মকতারা।
আরইউ/এমএমএ/
