সিসিটিভি ফুটেজ দেখে আপরাধী শনাক্ত
এখনও উদ্ধার হয়নি কমলাপুর স্টেশন ম্যানেজারের মোবাইল-মানিব্যাগ
সিসিটিভি ফুটেজ দেখে আপরাধী শনাক্ত হলেও এখন ও উদ্ধার হয়নি কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মাসুদের মোবাইল ও মানিব্যাগ। মঙ্গলবার (১৭ মে) কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ২৪ দিন আগে উদ্ধার করতে পারেনি পুলিশ। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের সময় চুরি হয় স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারের দুটি মোবাইল ও মানিব্যাগ।
ওসি মাজহারুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ দেখে আগেই আসামি শনাক্ত করা গেছে। তবে, তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশও কাজ করছে।
প্রসঙ্গত, আগে ঈদযাত্রার অগ্রিম টিকিটি ছাড়ার প্রথমদিন শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেল স্টেশনের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্টেশন ম্যানেজারের দুটি মোবাইল ফোন ও মানিব্যাগসহ নগদ ৪৫ হাজার টাকা চুরি হয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করা গেলেও ঘটনার ২৪ দিন অতিবাহিত হলেও এখনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
দেখা যায়, ব্রিফিংয়ের বেশকিছু ক্যামেরা ও মোবাইল ফোনের ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, স্টেশন ম্যানেজার চেয়ার থেকে ওঠার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি দুটি মোবাইল ও মানিব্যাগ নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে তাকে স্টেশন চত্বরে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) ও পরবর্তীতে মামলা করেন স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার।
স্টেশনের একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে দেখা যায়, স্টেশন ম্যানেজারের রুম থেকে বেরিয়ে ওই ব্যক্তি প্ল্যাটফরমে যান। এরপর প্ল্যাটফরম থেকে সাধারণ যাত্রীদের বের হওয়ার গেট দিয়ে দ্রুত পায়ে স্ট্যাশন ত্যাগ করেন। ওই ব্যক্তি স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার সময় বেশ কয়েকবার পকেট থেকে মোবাইল ফোন বের করে দেখেন।
এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মাসুদ বলেন, এখনো আমার চুরি হওয়া জিনিস পাওয়া যায়নি। পুলিশ বলছে, আমরা কাজ করছি।
কেএম/এএজেড