গুলশানে অতিরিক্ত শব্দের হর্নের বিরুদ্ধে চলছে অভিযান

রাজধানীর গুলশান-১ চত্বরে অতিরিক্ত শব্দের হর্ন নিয়ন্ত্রণ করতে অভিযান চালাচ্ছে বিআরটিএ ও পরিবেশ অধিদপ্তর। গাড়িতে অতিরিক্ত শব্দের হর্ন থাকলে জরিমানা করা হচ্ছে। মঙ্গলবার (১৭ মে) বেলা ১১টা থেকেই গুলশান চত্বরে অবস্থান নেয় পরিবেশ অধিদপ্তর ও বিআরটিএ।
বিআরটিএ’র পক্ষ থেকে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন। এসময় অযথা হর্ন বাজাবেন না ও বিভিন্ন স্লোগানের ব্যানার ফেস্টুনসহ রাস্তায় অবস্থান নেন রোভার স্কাউটের কর্মীরা।
অভিযানে গুলশান-১ চত্বর অতিক্রম করার সময় যেসব গাড়িতে অতিরিক্ত শব্দের হর্ন শোনা যাচ্ছে, সেসব গাড়িকেই আটক করা হচ্ছে। এসময় শব্দের মাপ শনাক্তকরণ মিটারের মাধ্যমে অতিরিক্ত শব্দের হর্ন পরীক্ষা করা হচ্ছে৷
উল্লেখ্য, রাজধানীতে হর্নের পরিমাপ নির্ধারিত সর্বোচ্চ ৮০ ডেসিবেল। কিন্তু বেশ কিছু গাড়িতে ১০১ থেকে ১০২ ডেসিবেল পর্যন্ত শব্দ শনাক্ত হওয়ায় জরিমানা করা হচ্ছে। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান বলেন, সর্বনিম্ন ৫০০ টাকা থেকে বিভিন্ন পরিমাণে অর্থ জরিমানা করা হচ্ছে। অভিযান শেষে আমরা ব্রিফ করবো।
কেএম/এএজেড
