ছিনতাইকারী সন্দেহ
আশুলিয়ায় যাত্রীবাহী বাসে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ঢাকার নবীনগর আশুলিয়ায় যাত্রীবাহী বাসের ভেতর ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় (৩২) এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকালে দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম কামরুজ্জামান জানান, সোমবার রাত দশটার দিকে আশুলিয়া থানাধীন নবীনগর সেনা কল্যাণ ভবনের পাশের রাস্তায় বাসের ভিতরে ঘটনাটি ঘটে।
বাসের যাত্রীরা ছিনতাইকারী সন্দেহে তাকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশের একটি দল তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতেই তাকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্হায় সকালে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, সাভার পরিবহনের নামে বাসের ভেতর এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে বাসটি এখনো শনাক্ত করা যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিচয়ও এখনও জানা যায়নি।
