নির্বাচনকে সামনে রেখে কর্মসূচীর নামে নাশকতা নয়: ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বলেছেন, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচী বেড়েছে। ঢাকা মহানগর এলাকায় রাজনৈতিক কর্মসূচীর নামে যাতে কেউ কোনো আগুন সন্ত্রাস বা নাশকতা করতে না পারে সেদিকে পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকাতে হবে। সোমবার (১৬ মে) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এপ্রিল ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ডিএমপি কমিশনার সভাপতির বক্তব্য তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একথা বলেন।
পবিত্র রমজান মাস ও ঈদ-উল-ফিতরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকায় ডিএমপির সকল স্তরের অফিসার ও ফোর্সদের ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, চুরি-ছিনতাই প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে। ফুটপাত দখলমুক্ত রাখতে ডিএমপির ক্রাইম বিভাগ ও ট্রাফিক বিভাগকে এক সাথে কাজ করতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, আইন-শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ঢাকা শহরের অপরাধ প্রতিরোধে সবাইকে আরো নিরলসভাবে কাজ করতে হবে।
এ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
কেএম/এএজেড