হকারদের জন্য ডিএসসিসির ৩ জোন

পণ্যের পসরা নিয়ে রাজধানীর ফুটপাত ও সড়কে বসেন অনেক হকার। এতে পথচারীদের চলাচল যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। এবার ঢাকা শহরের ফুটপাত হকারমুক্ত করতে তিনটি জোন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (১৬ মে) দুপুরে নগর ভবনে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে আযোজিত সংবাদ সম্মেলনে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস এ কথা জানান।
ডিএসসিসি মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে লাল, হলুদ ও সবুজ এই তিনটি জোন করা হয়েছে। লাল জোনে কোনো হকার বসতে পারবেন না। হলুদ জোনে একটি নির্দিষ্ট সময় হকাররা বসতে পারবেন। আর সবুজ জোনে হকাররা সবসময় বসতে পারবেন।
ডিএসসিসি এলাকায় ছয় লাখের বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে উল্লেখ করে মেয়র বলেন, ট্রেড লাইন্সেস আছে মাত্র আড়াই লাখ। সিটি করপোরেশনের অন্যতম প্রধান আয়ের খাত ট্রেড লাইসেন্স। কিন্তু অনেকেই ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন। আমাদের সোজা কথা, ব্যবসা করতে হলে ট্রেড লাইসেন্স লাগবে। এটা ছাড়া ব্যবসা করা যাবে না।
আরইউ/আরএ/
