কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল হচ্ছে: তাপস
সাংহাই-ম্যানহাটনের আদলে রাজধানীর কামরাঙ্গীরচরে নতুন কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল প্রতিষ্ঠা করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আগামী জুলাই থেকে কাজ শুরু হবে।
সোমবার (১৬ মে) দুপুরে নগর ভবনে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে আযোজিত সংবাদ সম্মেলনে ডিএসসিসি মেয়র এ কথা জানান।
এখন ঘনবসতি ও যানজটের কারণে মতিঝিল আর বাণিজ্যিক এলাকা নাই মন্তব্য করে ডিএসসিসি মেয়র বলেন, নতুন কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল প্রকল্পের জন্য নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠান এরই মধ্যে একটি পরিকল্পনা আমাদের কাছে দিয়েছে।
কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য অনেক বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, বিশ্বব্যাংকের উইন্ডো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনসহ দেশি-বিদেশি অনেক প্রতিষ্ঠান এখানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। আমরা সেগুলো পর্যালোচনা করছি। এই প্রকল্পে নিজস্ব অর্থায়নের পাশপাশি সরকারি অর্থায়নও থাকবে।
মেশর আরও জানান, এই প্রকল্পে ৫০ তলা বিশিষ্ট আর্ন্তজাতিক মানের একটি সম্মেলন কেন্দ্র নির্মাণ করা হবে। এতে ৫ তারকা হোটেলসহ আর্ন্তজাতিক মানের সকল সুবিধা থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই সম্মেলন কেন্দ্রের নামকরণ করা হয়েছে।
ফজলে নূর তাপস বলেন, ২ কোটি ১০ লাখ মানুষ এই শহরে বসবাস করে। শহরের কোন শৃঙ্খলা নেই। ইউরোপের দেশগুলোর শহরগুরো দেখেন। একটা নির্দিষ্ট সময়ের পর সব বন্ধ হযে যায়। কিন্তু ঢাকা শহরটা মগের মুল্লুক।
আমাদের একটা সিদ্ধান্ত ছিল রাত ৮টার পর কোনো দোকানপাট, শপিংমল খোলা থাকবে না। এটা মানতে হবে। খাবারের হোটেল রাত ১০টা পর্যন্ত খোলা থাকতে পারে। এ ছাড়া অত্যাবশকীয়, যেমন ওষুধের দোকান বিশেষ অনুমতি নিয়ে খোলা লাখা যাবে।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মবর্তা ফরিদ আহাম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরইউ/এমএমএ/