দুই বছরে ৫৭৪ কোটি টাকার জমি উদ্ধার করেছে ডিএসসিসি
গত ২ বছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৫৭৪ কোটি টাকা মূল্যমানের জমি উদ্ধার করেছে।
সোমবার (১৬ মে) নগর ভবনে মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের ২ বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে ডিএসসিসি মেয়র এ তথ্য জানান।
ডিএসসিসি মেয়র বলেন, ‘শুধু তাই নয়, উচ্ছেদকৃত বাজার ও স্থাপনাগুলোর অবৈধ পার্কিংও দখল মুক্ত করে আমরা ইজারার উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে ফুলবাড়িয়া সুপার মার্কেটের পার্কিং ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’
রাজধানীর কালুনগর খাল, জিরানী খাল, মাণ্ডা খাল ও শ্যামপুর খাল পরিষ্কার ও খনন করা হয়েছে জানিয়ে তাপস বলেন, এসব খালের পাড় ঘেঁষে পায়ে ওয়াকওয়ে নির্মাণ, খেলার মাঠ ও শিশু উদ্যান স্থাপনসহ সকলের জন্য একটি নান্দনিক পরিবেশ সৃষ্টি করেছি।
পানি নিষ্কাশন সক্ষমতা বৃদ্ধি এবং দূষণমুক্ত নির্মল পরিবেশ সৃষ্টির লক্ষে খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি শীর্ষক প্রকল্প প্রস্তাব প্রেরণ করা হয়েছে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ৮৯৮ কোটি ৯৩ লাখ টাকার এই উন্নয়ন প্রকল্প বর্তমানে পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন রয়েছে।
পুরান ঢাকা ও কামরাঙ্গীরচরের মধ্যে দিয়ে বয়ে চলা আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার করে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, স্বল্প মেয়াদী কাজের অংশ হিসেবে আদি বুড়িগঙ্গা চ্যানেলে পানি প্রবাহ সচল রাখার জন্য নিজস্ব অর্থায়নে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে পলি অপসারণ, ময়লা আবর্জনা পরিষ্কার এবং দুই পার্শ্বে সীমানা স্থাপনের কার্যক্রম আগামী মাসে শুরু করা হবে।
আরইউ/এমএমএ/