রাজধানীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর ভাটারা এলাকায় মোহাম্মদ শান্ত (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে বাড্ডার নুরেরচালা সমতা সড়কে একটি বহুমুখী সমবায় অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের বন্ধু নুরুল আমিন বিজয় জানান, সমতা সড়কে একটি বহুমুখী সমবায় অফিসের সামনে শান্ত রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, শান্ত বাড্ডা সাঈদনগর এলাকায় একটি ম্যাসে থাকতেন এবং টাইলস ফিটিংয়ের কাজ করতেন। যতটুকু জানতে পেরেছি খিলবাড়ীরটেক এলাকার কয়েকজন যুবক শান্তকে ছুরিকাঘাত করে এবং এলোপাতারি পিটিয়ে রেখে পালিয়ে যায়। এছাড়া শান্তর পূর্ণাঙ্গ পরিচয় জানাতে পারেননি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খবর পাই এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিস্তারিত এ বিষয়ে জানার জন্য কাজ করছে পুলিশ।
এসআইএইচ
