বর্জ্য নিয়ে 'বিব্রত' ডিএনসিসি মেয়র ও কাউন্সিলররা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বর্জ্য নিয়ে আমি ও আমার কাউন্সিলররা বিব্রত।
শনিবার (১৪ মে) মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
মেয়র বলেন, বর্জ্য অপসারণে কোনো বাসা থেকে নেওয়া হয় ৫০০ টাকা, কোনো বাসা থেকে ৪০০ টাকা আবার কোনো বাসা থেকে নেওয়া হয় ৩০০ টাকা। এজন্যই আমরা বিব্রত।
মেয়র বলেন, এজন্য আমরা মিটিং করেছি। বর্জ্য ব্যবস্থাপনা সঠিক সিস্টেমে নিয়ে যাওয়ার জন্যই মিটিং করেছি। এ ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করছি আমরা।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী মুহ. আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শফিক-উল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
আরইউ/এসএন
