নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়ন কাজ শুরু: মেয়র আতিক

৪ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন ১৮ টি ওয়ার্ডের উন্নয়ন কাজ আজ শনিবার শুরু হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
শনিবার (১৪ মে) মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
মেয়র বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ কাজ শুরু হয়েছে। আধুনিক নগরের সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।
এ লক্ষ্যে নগর পরিকল্পনাবিদের নিয়ে একটি মহাপরিকল্পনা করা হয়েছে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সহযোগিতায় এ মহাপরিকল্পনা করা হয়েছে।
এ সময় মেয়র সাংবাদিকদের মহাপরিকল্পনার কপি প্রদর্শন করে বলেন, রাস্তার আগে ড্রেন করা হচ্ছে। পানি নিষ্কাশনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে মহাপরিকল্পনায়।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী মুহ. আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শফিক-উল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
আরইউ/এসএন
