বর্তমান মেয়াদেই বৈদ্যুতিক বাস চালু করব: ডিএনসিসি মেয়র

চলতি মেয়াদেই দূষণ কমাতে ঢাকার রাস্তায় বৈদ্যুতিক বাস চালু করতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
শনিবার (১৪মে) মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিএনসিসি মেয়র বলেন, চলতি মেয়াদেই ঢাকার কার্বন নিঃসরণ ২০ শতাংশ কমাতে চাই। তাই ঢাকার রাস্তায় বৈদ্যুতিক বাস চালু করব।
মেয়র ঘোষণা দিয়ে বলেন, প্রথমে ডিএনসিসির কর্মীদের পরিবহনে বৈদ্যুতিক বাসের ব্যবস্থা করা হবে। এ উদ্যোগ দিয়েই শুরু হলো।
ডিএনসিসি মেয়রের নির্বাচনী ইশতেহারে ঢাকায় বৈদ্যুতিক বাস চালুর প্রতিশ্রুতি ছিল। এজন্য সম্প্রতি মেয়র বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে কথাও বলেছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী মুহ. আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শফিক-উল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
আরইউ/এসএন
