রূপনগর খালের দখলদাররা সরে যান: ডিএনসিসি মেয়র

লাউতলা খাল সফলভাবে উদ্ধারের পর এবার রূপনগর খাল উদ্ধার করতে উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিনা নোটিশে খাল দখল মুক্ত করতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
শনিবার (১৪ মে) মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মেয়র বলেন, ‘রূপনগর খালের দখলদাররা সরে যান। আপনাদের কোনো নোটিশ দেওয়া হবে না। আমরা উচ্ছেদ করব।’
কল্যাণপুর খাল নিয়ে ক্ষোভ প্রকাশ করে মেয়র বলেন, ‘১৭৩ একর জায়গার ১৭০ একরই দখল হয়ে গেছে। শুধু দখলই না, বাড়িঘর মার্কেট সবই করা হয়েছে। একটি সভ্য দেশে এটি কল্পনা করা যায়?’
কল্যাণপুর খালও দখল মুক্ত করতে সর্বাত্মক প্রস্তুতি চলছে জানিয়ে মেয়র বলেন, ‘জীবনে প্রতিবাদ করে যাব। এ ছাড়া রাস্তা নাই।’
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী মুহ. আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শফিক-উল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
আরইউ/এমএমএ/
