রাজধানীতে সৎ বাবার নির্যাতনে ৩ বছরের শিশুর মৃত্যু

রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় সৎ বাবার মারধরে লামিরা ফারিজ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সৎ বাবা আজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মে) দিবাগত রাতে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) রেজিয়া খাতুন এ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
তিনি জানান, দক্ষিণখানের আশকোনা আইডিয়াল একাডেমি এলাকার একটি বাড়ির আটতলায় মা তাসলিম জাহান ইমা ও সৎ বাবা আজহারুল ইসলামের কাছে থাকত শিশুটি। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে শিশুটির মা বাসায় না থাকায় এ সুযোগে সৎ বাবা শিশুটিকে মারধর করেন। একপর্যায়ে মারধরের কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃত শিশুটির মা তার আগের স্বামী নাইমুল ইসলামকে তালাক দিয়ে ছয় মাস আগে আজহারুল ইসলামকে বিয়ে করেন। কয়েক মাস তাদের সংসার ভালোভাবেই চললেও কিছুদিন আগে আজহারুল ইসলাম তার স্ত্রীর কাছে দাবি করে লামিরাকে এতিমখানায় দিয়ে আসতে। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। একপর্যায়ে বৃহস্পতিবার তার মা বাসায় না থাকায় শিশুটিকে মারধর করে আজহারুল ইসলাম। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় । এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় গ্রেপ্তার করা হয়েছে আজহারুলকে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় মারধরের আঘাত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আরএ/
