আচার খেয়ে টাকা খোয়ালেন ব্যবসায়ী

রাজধানীর মতিঝিলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মিজানুর রহমান (৪৮) নামের এক গার্মেন্টস ব্যবসায়ী তিন লাখ টাকা খুইয়েছেন।
বুধবার (১১ মে) বিকাল ৪টার দিকে মতিঝিল শাপলা চত্বর এলাকায় তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে এক সিএনজিচালক তাকে মগবাজার চৌরাস্তা এলাকায় বাসার কাছে নিয়ে যায়। সংবাদ পেয়ে সন্ধ্যার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
মিজানুর এর ভাই মহিবুর রহমান জানান, মিজানুর রহমান গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করেন। তিনি মগবাজার মসজিদ গলি এলাকার স্থানীয় বাসিন্দা। ব্যবসার কাজে তিনি মতিঝিল গিয়েছিলেন। সেখানে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
মহিবুর আরও জানান, মিজানুর বলছিলেন তার কাছে তিন লাখ টাকা ছিল। মতিঝিল এলাকায় সে আচার কিনে খেয়েছিল। কিন্তু পরনের জিন্সের প্যান্টের দুটি পকেট কাটা। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা তাকে আচার খাইয়ে অজ্ঞান করে তিন লাখ টাকা নিয়ে গেছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ ব্যক্তির প্যান্টের দুই পকেট কাটা দেখা গেছে। তিনি ধীরে ধীরে অচেতন হয়ে যাচ্ছেন। ঢামেকে জরুরি বিভাগে পাকস্থলী পরিষ্কার করে চিকিৎসকরা তাকে ওয়ার্ডে ভর্তি করেছেন।
এএইচ/এএস
