ডিএসসিসির ৭ ওয়ার্ডে ‘বিশেষ চিরুনি অভিযান’ শুরু

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে ৭টি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে একযোগে ‘বিশেষ চিরুনি অভিযান’ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (১০ মে) সকাল থেকে শুরু হওয়া এই অভিযান আরও দুদিন চলবে।
১৩, ১৫, ২১, ২৩, ৩৮, ৪০ ও ৪৫ নম্বর ওয়ার্ড এলাকায় লার্ভিসাইড ও এডাল্টিসাইড করা হচ্ছে। আগামী ১৫ জুন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানিয়েছে ডিএসসিসি। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ অনুযায়ী, ডিএসসিসির উল্লিখিত দক্ষিণ সিটি করপোরেশনের উল্লিখিত ওয়ার্ডগুলো মধ্যম মাত্রার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘লার্ভিসাইডিং’ কার্যক্রম চালানোর সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, সকলের সমন্বয় ছাড়া মশক নিধন সম্ভব নয়। আমরা সকলের সহযোগিতা চাচ্ছি, সেজন্য এবছর আমরা আগেই কার্যক্রম শুরু করেছি।
প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমরা দুটো কাজ করছি–কিউলেক্স ও এডিস মশা সিজনকে আলাদা করে আমরা আলাদাভাবে কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও আমাদের সহযোগিতা করছে।’
এসময় ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-১ মেরিনা নাজনীন ও স্থানীয় (২১নং ওয়ার্ড) কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরইউ/এসএ/
