ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসির বিশেষ চিরুনি অভিযান শুরু মঙ্গলবার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ঝুঁকিপূর্ণ ৭টি ওয়ার্ডে মঙ্গলবার (১০ মে) শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বিশেষ চিরুনি অভিযান’। স্বাস্থ্য অধিদপ্তর এই ৭টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
সোমবার (৯ মে) ডিএসসিসির জনসংযোগ বিভাগ জানায়, ১৩, ১৫, ২১, ২৩, ৩৮, ৪০ এবং ৪৫ নং ওয়ার্ডে এই বিশেষ চিরুনি অভিযান চালানো হচ্ছে।
১৩ নং ওয়ার্ডে: মঙ্গলবার (১০ মে) পল্টনে কাউন্সিলর কার্যালয় থেকে লার্ভিসাইডিং শুরু হবে সকাল নয়টায়। এতে উপস্থিত থাকবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-২ সোয়ে মেন জো।
পল্টন মডেল থানা থেকে এডাল্টিসাইডিং শুরু হবে বিকাল সাড়ে চারটায়। উপস্থিত থাকবেন স্থানীয় কাউন্সিলর এনামুল হক।
১৫ নং ওয়ার্ডে: ডিঙ্গি রেস্তোরাঁ থেকে লার্ভিসাইডিং শুরু হবে সকাল সাড়ে নয়টায়। এতে উপস্থিত থাকবেন স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা।
২১ নং ওয়ার্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে থেকে লার্ভিসাইডিং শুরু হবে সকাল সাড়ে নয়টায়। এতে উপস্থিত থাকবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-২ সোয়ে মেন জো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল থেকে এডাল্টিসাইডিং শুরু হবে বিকাল চারটায়।
প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-১ মেরিনা নাজনীন, স্থানীয় কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ উপস্থিত থাকবেন।
২৩ নং ওয়ার্ডে নবাবগঞ্জ পার্ক থেকে লার্ভিসাইডিং শুরু হবে সকাল নয়টায়। এডাল্টিসাইডিং শুরু হবে নিউ পল্টন থেকে, বেলা সাড়ে তিনটায়। উপস্থিত থাকবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৩ বাবর আলী মীর।
৩৮ নং ওয়ার্ডে কাউন্সিলর কার্যালয় (মুরগি পট্টি) থেকে লার্ভিসাইডিং শুরু হবে সকাল নয়টায়। এডাল্টিসাইডিংও শুরু হবে কাউন্সিলর কার্যালয় (মুরগি পট্টি) থেকে, বেলা সাড়ে তিনটায়। উপস্থিত থাকবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৪ হায়দর আলী এবং স্থানীয় কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী।
৪০ নং ওয়ার্ডে দয়াগঞ্জ মোড় (কাউন্সিলর কার্যালয়) থেকে লার্ভিসাইডিং শুরু হবে সকাল সাড়ে নয়টায়। এডাল্টিসাইডিংও শুরু হবে দয়াগঞ্জ মোড় (কাউন্সিলর কার্যালয়) থেকে, বেলা সাড়ে তিনটায়। স্থানীয় কাউন্সিলর আবুল কালাম আজাদ উপস্থিত থাকবেন।
এদিকে ৪৫ নং ওয়ার্ডে সাঈদ খোকন কমিউনিটি সেন্টার সংলগ্ন কদম রসুল মসজিদ থেকে লার্ভিসাইডিং শুরু হবে সকাল সাড়ে নয়টায়। এডাল্টিসাইডিংও শুরু হবে সাঈদ খোকন কমিউনিটি সেন্টার সংলগ্ন কদম রসুল মসজিদ থেকেই, বেলা সাড়ে তিনটায়। স্থানীয় কাউন্সিলর মো. শামসুজ্জোহা উপস্থিত থাকবেন।
আরইউ/এমএমএ/
