রাজধানীতে সড়কে প্রাণ গেল নৌবাহিনী সদস্যের

রাজধানীর মোহাম্মদপুরে আসাদগেটের আড়ংয়ের সামনে দ্রুতগতির ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতের নাম হোসাইন মোস্তফা পরাগ (৩৮)। তিনি নৌবাহিনীর একজন সদস্য বলে জানা গেছে।
রবিবার (৮ মে) রাত ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন নৌবাহিনীর অর্কেস্ট্রা দলের সদস্য পরাগ। পরাগের বাড়ি রাঙ্গামাটিতে। তিনি দুই সন্তান জনক।
পথচারী আসলাম জানান, মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় ট্রাকটি দ্রুত প্রবেশ করে। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল নিচে পড়ে যায়। এ অবস্থায় তাকে প্রায় দেড়শ ফুট পর্যন্ত তাকে টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পরাগ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নৌবাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছেন নিহতের ছোট ভাই। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে ট্রাক ও ঘাতক চালককে শনাক্তের চেষ্টা চলছে।
এএইচ/এমএমএ/
