ঢাকা এখনো ফাঁকা, ছুটি কাটিয়ে ফিরছেন মানুষ

রাজধানী ঢাকা এখনো ফাঁকা। চিরচেনা রূপ এখনো ফিরে আসেনি নগরজুড়ে। নগরের প্রধান সড়কগুলোতে নেই নিত্যদিনের যানজট। ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামে যাওয়া নগরবাসী এখনো ফিরে আসেননি। ফলে নগরী তার পুরোনো চেহারায় ফিরতে আরও কয়েক দিন লাগবে।
রাজধানীর মিরপুর সড়ক, রোকেয়া সরণি, এলিফ্যান্ট রোড, কাজী নজরুল ইসলাম সড়ক, শাহবাগ, কাকরাইল, মিন্টু রোড, পল্টন, মতিঝিল এলাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা দেখা গেছে, রাজধানী ঢাকার ব্যস্ততা এখনো বাড়েনি। নগরবাসী এখনো বেশ আয়েশে সময় কাটাচ্ছেন। ছুটির আমেজেই আছে নগরীর বেশিরভাগ এলাকা।
রাস্তাঘাটে গাড়ির চাপ নেই। ফুটপাতগুলো একেবারেই খালি। হকারদের উপস্থিতিও নেই। নগরীর অলি-গলিও ফাঁকা। রিকশা নেই। রিকশার টিং টং শব্দও নেই। রাস্তায় গাড়ির হর্ণ নেই। বাসের চেয়ে ব্যক্তিগত গাড়িই বেশি দেখা গেছে নগরীর সড়কগুলোতে। তবে মাঝে মধ্যে দু’একটি যাত্রাবাহী বাস থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।
বাস স্টপগুলোতেও কোনো ভিড় নেই। যাত্রীদের ধাক্কাধাক্কি কিংবা যত্রতত্র যাত্রী উঠানোর নামানোর দৃশ্যও চোখে পড়েনি।
রাজধানীর ফার্মগেট এলাকা রিমা, শীলা ও রোকেয়া নামে তিন তরুণীকে দেখা গেল, হাতে থাকা ব্যাগ ধরাধরি করে ফুট ওভারব্রিজ পার হচ্ছেন। তারা জানালেন, ছুটি কাটিয়ে গ্রাম থেকে ফিরছেন। আগামীকাল থেকেই তাদের কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে। তাই দ্রুত চলে আসছেন।
ঈদের ছুটি কাটিয়ে টাঙ্গাইলের মির্জাপুর থেকে ঢাকায় ফিরেছেন আবুল হাশেম। জানালেন, মির্জাপুর থেকে দুপুর ১২টায় রওয়ানা দিয়েছিলেন। ঢাকায় পৌঁছে গেছেন দুপুর দেড়টায়। বললেন, অন্য সময়ে মির্জাপুর থেকে ঢাকায় আসতে তিন চার ঘণ্টা লেগে যায়। কিন্তু আজ রাস্তা একেবারেই ফাঁকা। তাই দেড় ঘণ্টায় চলে এসেছেন।
তিনি আরও জানান, ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে। দুপুরে গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড়, কালিয়াকৈরসহ বিভিন্ন মোড়ে মোড়ে দেখা গেছে ঢাকামুখী মানুষের চাপ।
এদিকে গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, ছুটিতে যাওয়া কর্মজীবী লোকজন ধীরে ধীরে কর্মস্থলে ফিরছেন। কমলাপুর ও সদরঘাটেও একই চিত্র দেখা গেছে।
এনএইচবি/এমএমএ/
