শাহবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর রমনা পার্কের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় রিনা আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তফা কামাল নামে এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (৬ মে) রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মোস্তফা কামাল ও রিনা আক্তার। রমনা পার্কের ফটকের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। আহত যুবককে ঢামেকে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রমনা পার্কের গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন দুই আরোহী। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এসএন
