ঈদের ছুটিতে রাজধানীর রাজপথ ফাঁকা

দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকার এয়ারপোর্ট রোড। ছবি ঢাকাপ্রকাশ
দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা। ছবি ঢাকাপ্রকাশ
ঈদের ছুটিতে রাজধানীর রাজপথ অনেকটাই ফাঁকা। সকালে এক পশলা বৃষ্টির হওয়ায় পরিবেশ বেশ সহনশীল। তাপমাত্রায় উষ্ণতা নেই, বাতাসে নেই ধুলাবালু।
ঈদের দ্বিতীয় দিন বুধবার (৪ মে) দুপুরে রাজধানীর বিভিন্ন রাজপথ ঘুরে দেখা গেছে, মানুষের চলাচল তেমন নেই। জনপরিবহন চলছে হাতেগোনা কয়েকটি। তাতেও তেমন যাত্রী নেই। রিকশা, মোটরসাইকেল চলছে অল্পবিস্তর। বেবিট্যাক্সি ও প্রাইভেটকার চলছে কিছু কিছু।
রামপুরা, মৌচাক, শাহবাগ, বাংলামটর, কারওয়ানবাজার, ফার্মগেটসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, ব্যস্ততম এই সড়কগুলো প্রায় ফাঁকা।
রাজধানীর ট্রাফিক পয়েন্টগুলোতে পুলিশের কোনো ব্যস্ততা চোখে পড়েনি। অনেক জায়গায় ট্রাফিক পুলিশকে দেখাও যায়নি। আবার অনেক জায়গায় দাঁড়িয়ে থেকে সময় পার করতে দেখা গেছে। এ সব জায়গায় যানবাহন যার যার মতো চলতে দেখা গেছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না।
দুপুরে রাজধানীর শাহবাগ মোড়। ছবি ঢাকাপ্রকাশ
করোনা মহামারির কারণে গত দুই বছর মানুষ প্রাণ খুলে ঈদ উদযাপন করতে পারেনি। রাজধানীর বাইরে যাওয়ার ক্ষেত্রেও ছিল বিধিনিষেধ। এবার দুই বছর পর করোনামুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে গিয়ে রাজধানীর এক কোটির বেশি মানুষে গ্রামে চলে গেছে।
দুপুরে রাজধানীর রামপুরা রোড। ছবি ঢাকাপ্রকাশ
এবার ঈদের কয়েকদিন আগেই ছুটি শুরু হয়ে যাওয়ায় অনেকটাই নির্বিঘ্ন হয়েছে মানুষে ঈদ যাত্রা। ঈদের আনুষ্ঠানিক ছুটি ২ মে থেকে শুরু হলেও তার আগের দিন পহেলা মে শ্রমিক দিবসে ছিল সাধারণ ছুটি। তার আগের দুই দিন ছিল সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। ফলে বিপুল সংখ্যক মানুষ ২৮ এপ্রিল থেকেই ছুটি ভোগ করছেন।
এদিকে, আজ বুধবার (৪ মে) ঈদের আনুষ্ঠানিক ছুটি শেষ হচ্ছে। কিন্তু আগামীকাল বৃহস্পতিবার যারা ছুটি নিতে পেরেছেন তারা আরও দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি ভোগ করার সুযোগ পেয়ে যাচ্ছেন। ফলে রাজধানীর রাজপথ সরগরম হতে আরও কয়েক দিন সময় লাগবে।
এপি/
