প্রস্তুত জাতীয় ঈদগাহ, ১২১ কাতারে নামাজ পড়বেন মুসল্লিরা

করোনাভাইরাস মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৮টায় দেশের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এবার ময়দানে ৩৫ হাজার মানুষের জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জাতীয় ঈদগাহকে জামাতের জন্য প্রস্তুত করতে মাসব্যাপী কাজ চলে। প্রায় এক মাস মাঠে প্রতিদিন ১৫০ জন শ্রমিক কাজ করছে।
বৈশাখের এই সময়ে প্রচণ্ড গরমে হা্ঁসফাঁস করছে মানুষ। এই অবস্থার মধ্যে ঈদের সময় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে বৃষ্টির কথা ভেবে টানানো হয়েছে তেরপল। মাঠজুড়ে বিছানো হয়েছে গালিচা। অজুর ব্যবস্থাসহ মোবাইল টয়লেট থাকছে। বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার পাশাপাশি ফায়ার সার্ভিস ও অন্যান্য সেবামূলক ব্যবস্থা রাখা হয়েছে।
বৈশাখের গরমের মধ্যে নামাজ পড়তে আসা মানুষের স্বস্তির জন্য ৭০০ বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। এর মধ্যে ৫৫০টি সিলিং ফ্যান ও ১৫০টি স্ট্যান্ড ফ্যান বসানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ হাজার বর্গমিটারের এই মাঠে ১২১ কাতারে নামাজ পড়বেন মুসল্লিরা। নারীদের জন্যেও নামাজ ব্যবস্থা রয়েছে। নারী ও পুরুষদের জন্য রয়েছে পৃথক প্রবেশপথ।
নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মাঠের চারিদিকে ৪৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। প্রবেশ পথে পুলিশ ও র্যাবের দুটি কন্ট্রোলরুমও বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঈদ জামাতে আসা মুসল্লিদের ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়েছে।
এপি/
