তেঁতুলতলা মাঠে ঈদের জামাতের প্রস্তুতি

বহুল আলোচিত তেঁতুলতলা মাঠে এলাকাবাসীর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের জামাতের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সোমবার (২ মে) সাংস্কৃতিক সংগঠন উদীচীর সদস্য ও তেতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না ও তার ছেলে প্রিয়াংশু এসব তথ্য নিশ্চিত করেছেন।
তারা বলেন, তেঁতুল তলা মাঠে এলাকাবাসীর পক্ষ থেকে এবার আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে ঈদের জামায়াতের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট জোনের সরকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান ঢাকাপ্রকাশকে বলেন, শুনেছি তেতুলতলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের পক্ষ থেকে ঈদের জামায়াত তেঁতুলতলা মাঠে অনুষ্ঠিত হবে। সেখানে নিরাপত্তার স্বার্থে আমরা ডিউটি করব।
তেঁতুলতলা মাঠে ঈদের নামাজ আদায় করবেন কি না- এমন প্রশ্নের জবাবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, হয়তো ঈদের নামাজ তেঁতুলতলা অথবা অন্য কোথাও পড়তে পারি, শারীরিক অবস্থা তেমন ভালো না একটু চলাফেরা করতে কষ্ট হয়। তবে চেষ্টা করব। তেঁতুলতলা মাঠে গিয়ে নামাজ পড়া উচিত কারণ আমরা আন্দোলনের সময় তেঁতুলতলা মাঠে ঈদের জামাত হওয়ার ঘোষণা দিয়েছিলাম।
তিনি বলেন, তেঁতুলতলা মাঠ ধরে রাখার জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। সেখানে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা হয়ে আমার যাওয়া উচিত বলে মনে হয় তবে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
বহুল আলোচিত তেঁতুলতলা মাঠে কলাবাগান থানা স্থাপনের জন্য সরকারিভাবে কাজ শুরু হয়। এরপর সাধারণ মানুষ মাঠ রক্ষার দাবিতে আন্দোলন করেন। অবশেষে ওই আন্দোলনে সাধারণ মানুষ সফল হয় এবং তেঁতুলতলা মাঠ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়ে যায়, সেখানেই হচ্ছে এবার ঈদুল ফিতরের ঈদের নামাজের জামায়াত।
কেএম/এসএন
