রাজধানীর কোথায় কখন ঈদের জামাত

ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এবার ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বরাবরের মতো এবারও ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদে প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।
রবিবার (১ মে) বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে; আর দেখা না গেলে ঈদ হবে মঙ্গলবার। রবিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত হবে, কবে ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মুসলমানরা।
করোনা মহামারির কারণে দুই বছর বিরতির পর এবার ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ মাঠে। করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত হয়নি।
ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের দিন সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান; মুকাব্বির থাকবেন হাফেজ মো. ইসহাক। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। আর মুকাব্বির থাকবেন হাফেজ মো. আতাউর রহমান।
সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির থাকবেন হাফেজ মো. নাছির উল্লাহ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হকে ইমামতিতে চতুর্থ জামাত হবে সকাল ১০টা। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. শহিদ উল্লাহ। এ মসজিদে পঞ্চম ও সর্বশেষ জামাত হবে বেলা ১০টা ৪৫ মিনিটে; ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম আর মুকাব্বির হিসেবে মো. রুহুল আমিন।
এই পাঁচ জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আব্দুল্লাহ।
এ ছাড়া জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়ও এবার ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ জামে মসজিদের খতিব মওলানা আবু রায়হান ঈদ জামাতে ইমামতি করবেন। দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল সাড়ে ৮টায়। এই জামাতে প্রায় ৫ হাজার মুসল্লি এক সঙ্গে বসে নামাজ আদায় করতে পারবেন।
এসএম/এমএমএ/
