ঈদের মধ্যে ৪৮ ঘণ্টা গ্যাস সংকটে ভুগবে রাজধানীবাসী

ঈদের মধ্যে ৪৮ ঘণ্টা রাজধানীর পশ্চিমাংশে গ্যাসের সংকট থাকবে। গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সংকট বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
জানা যায়, গাবতলী সেতুর ওপারে গ্যাস থাকবে বন্ধ। সেইসঙ্গে ধানমণ্ডি, মিরপুরসহ কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
তিতাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী মঙ্গলবার (৩ মে) রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়ে গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমণ্ডি এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর সোমবার কিংবা মঙ্গলবার হতে পারে। মঙ্গলবার হলে ঈদের রাতেই গ্যাসের সমস্যা পোহাতে হবে ওইসব এলাকার ভোক্তাদের।
তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (৫ মে) রাত ১০টার আগে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে না। ঈদের ছুটি শেষে ওই দিনই অফিস-আদালত খুলবে।
আরইউ/আরএ/
