আন্দোলনের ভয়ে তেঁতুলতলা মাঠ ফিরিয়ে দিয়েছে: জাফরুল্লাহ

বহুল আলোচিত তেঁতুলতলা মাঠে কলাবাগান থানা ভবন নির্মাণ হচ্ছে না এরপর তাৎক্ষনিক এক বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার আন্দোলনের ভয়ে তেঁতুলতলা খেলার মাঠ ফিরিয়ে দিয়েছে এজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠে এক প্রতিবাদ আন্দোলনের পর ঢাকাপ্রকাশ-এর এক প্রশ্নের জবাবে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, ‘এই জায়গাটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ব্যবহার করছে। হঠাৎ করে থানা তৈরির সিদ্ধান্ত কেনো নেওয়া হলো সে বিষয়টি খতিয়ে দেখা উচিত। এখানে থানা তৈরির প্রতিবাদ আন্দোলনে সরকারের টনক নড়েছে এবং এ আন্দোলনে সাধারণ মানুষ সফল হয়েছে।’
তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের এই আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত। তিনি বলেন, সাধারণ মানুষ, শিশু-কিশোর এই মাঠ ফেরত পেয়ে তারা খুবই আনন্দিত হয়েছে।
সরকারের এমন সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে। মাঠটি ফিরে পেয়ে দেখুন শিশুরা কিভাবে খেলাধুলা করছে, যা দেখ আমার খুব ভালো লাগছে। এই আন্দোলনে সংহতি প্রকাশ করার পর মাঠে ফিরে পেয়েছি এটাই আমাদের অনেক বড় প্রাপ্য। তবে সরকার মাঠ ফেরত না দিলে আমরা আন্দোলন চালিয়ে যাবার কথা ভেবেছিলাম। যেহেতু সরকার এটা ফেরত দিয়েছে এজন্য সরকারের প্রতি আমাদের কোনো প্রকার রাগ বা অভিমান নেই। সরকার যে সিন্ধান্ত নিয়েছে সেটি ভালো সিধান্ত তাদের সবাইকে ধন্যবাদ।
তিনি বলেন, এই মাঠ মেরামতের জন্য আমরা সবাই ভাগ বন্টন করে টাকা পয়সা খরচ করবো। প্রয়োজনে গণস্বাস্থ্য মাঠ সাজাতে টাকা পয়সা দিয়ে সহায়তা করবে। গণস্বাস্থ্য চাই দেশের বাংলাদেশ ভালো থাকুক।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে এ মাঠ বিদ্যমান অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে আন্দোলনরতরা তাদের পূর্বের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তেঁতুলতলা মাঠ যেভাবে আছে, সেভাবেই থাকবে। এখানে কোনো ভবন হবে না। তবে এই জমির পুলিশ দেখাশোনা করবে।’
কেএম/এমএমএ/
