তেঁতুলতলা মাঠে শিশুদের পুতুলনাচ দেখালেন আন্দোলনকারীরা

তেঁতুলতলা মাঠে থানার নির্মাণকাজ বন্ধের প্রতিবাদ জানিয়ে পুতুলনাচের আয়োজন করেছেন আন্দোলনকারীরা। বিভিন্ন সামাজিক সংঠন, এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিরা তেঁতুলতলা মাঠে থানার নির্মাণকাজ বন্ধের দাবিতে প্রতিবাদস্বরূপ এ পুতুলনাচের আয়োজন করেছে।
বুধবার (২৭ এপ্রিল) রাজধানীর কলাবাগানের তেতুলতলা মাঠে গিয়ে এসব চিত্র দেখা গেছে।
পুতুলনাচ দেখার সময় শিশুরা বলে, তাদের মাঠে তারা খেলবে। পুলিশ চলে যাও। শিশুদের ভাষায় মাঠ রক্ষায় তারা প্রতিবাদ জানায়। পুতুলনাচ দেখে শিশুরা খুব আনন্দ পেয়েছে।
এ সময় আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে শিশুরা বলে, তারা চার দিন পরে এ মাঠে খেলাধুলা করতে পারছে। তাদের অনেক আনন্দ লাগছে। প্রতিদিন তারা মাঠে খেলতে চায়।
আন্দোলনকারী জানান, তারা তেঁতুলতলা মাঠ শিশু-কিশোরদের ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন। তারই অংশ হিসেবে এ আয়োজন।
প্রতিবাদ সমাবেশ শেষে মাঠের সীমানা ঘেঁষে ১৪টি দেশি গাছ রোপণ করা হয়। পাশাপাশি একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, এ মাঠ রক্ষার দাবিতে আন্দোলনকারী সৈয়দা রত্না ও তার কিশোর ছেলেকে গত রোববার কলাবাগান থানা পুলিশ ধরে নিয়ে ১৩ ঘণ্টা থানায় আটকে রাখে। পরে মধ্যরাতে প্রতিবাদের মুখে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
কেএম/এসএন
