রাজধানীর নিউমার্কেটে উপচে পড়া ভিড়, বাইরে যানজট

ঈদ কেনাকাটায় রাজধানীর নিউমার্কেটের ভেতরে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নিউমার্কেটকে ঘিরে আশেপাশের বিভিন্ন মার্কেটেও জমে উঠেছে কেনাকাটা। আর এর প্রভাবে নিউমার্কেট এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকায় সরেজমিন ঘুরে এ সব চিত্র দেখা গেছে।
ঈদ উপলক্ষে মার্কেট করতে আসা একাধিক সাধারণ ক্রেতারা বলছেন, ঢাকার যানজট শেষ হবে কবে। একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে রাস্তায় যানজট। এতো দুর্ভোগ নিয়ে কেনাকাটা করব কিভাবে?
নিউ সুপার মার্কেটের ক্রেতা আব্দুল রাজ্জাক বলেন, ভাবছিলাম রাস্তায় যানজট কম হবে। এজন্য সকালে বের হয়েছি কেনাকাটার জন্য। রাস্তায় বের হয়ে দেখি যানজটে জমে আছে গাড়ি। এখন এই গরমে বাসায় যাব কি না ভাবছি...
নুরজাহান মার্কেটের ক্রেতা আলম হোসেন বলেন, ঢাকার রাস্তায় সব সময় যানজটে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। দেখার যেন কেউ নেই। এতো উন্নয়ন দিয়ে কি হবে, যানজট যদি না যায়?
নিউমার্কেটের ১ নম্বর গেটে কেনাকাটা করছেন শাপলা বেগম, তিনি বলেন, সকাল ১০টার দিকে মার্কেটে এসেছি তখন ভিড় কম ছিল। এখন মার্কেটে ভিড় এবং রাস্তায় ব্যাপক যানজট।
চন্দ্রিমা সুপার মার্কেটের দোকানদার রহিম মড়ল বলেন, আল্লাহর রহমতে কেনাকাটা চলছে। ঈদের দুদিন আগ আরও বেশি বেচাকেনা হবে আশা করি।
নিউমার্কেট ঘুরে দেখা গেছে, এ সব কেনাকাটার সময় তেমন কোনো ক্রেতা বা বিক্রেতারা স্বাস্থ্যবিধি (মাস্ক) মানছেন না। ক্রেতারা বলছেন, আর মাস্ক পরে কি হবে? এই গরমে তো এমনিতেই মারা যাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট মোড়ে ডিউটিরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. মঈন হোসেন বলেন, ঈদের সময় নিউমার্কেটে যানজট থাকে স্বাভাবিক। যানজট নিরসনে আমরা কাজ করছি। তবে, আজ রাস্তার লেন চলছে একেবারে কম, যার কারণে রাস্তায় যানবাহন জমে আছে।
তিনি বলেন, আজ সকাল থেকেই নিউমার্কেটের বিভিন্ন স্থানে সাধারণ ক্রেতা এবং মানুষের প্রচুর ভিড়। যার কারণে রাস্তায় মানুষের চাপে আরও বেশি যানজট তৈরি হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/আরএ/
