পুলিশ মাঠ না ছাড়লে গণআন্দোলন করব: জাফরুল্লাহ চৌধুরী

তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনে সংহতি প্রকাশ করে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, পুলিশ যদি এই মাঠ না ছাড়ে, তাহলে আমরা গণআন্দোলন করতে বাধ্য হবো।
বুধবার (২৭ এপ্রিল) দুপুর ৩টার দিকে রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তেঁতুলতলা মাঠে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ পুলিশকে বন্ধ করতে হবে। পুলিশ কথা শুনবে না কেন? এদেশে আমাদের সাধারণ মানুষ যেটা বলবে সেটাই শুনতে হবে। আমি আজকের আন্দোলনে সংহতি প্রকাশ করছি।
তিনি আরও বলেন, এই মাঠ যদি না ছাড়া হয়, তাহলে আমরা গণ আন্দোলন করতে বাধ্য হবো। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলি আপনারা শিশু-কিশোরদের অধিকার থেকে বঞ্চিত করবেন না। তাদের অধিকার ফিরিয়ে দিন আপনাদেরও সন্তান আছে।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, শিশু-কিশোরদের দাবি তেঁতুলতলা মাঠের এখানে থানা হলে তারা ক্ষতিগ্রস্ত হবে। শিশুদের মন খারাপ হবে, আশাকরি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শুভ বুদ্ধি উদয় হবে।
কেএম/আরএ/
