তেঁতুলতলা মাঠের অর্ধেক সীমানাপ্রাচীরের কাজ সম্পন্ন

তেঁতুলতলা মাঠে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। এলাকাবাসীর কোনো কথা শুনছে না তারা। আগের মতো পুলিশ পাহারায় নির্মাণকাজ চলছে।
ইতোমধ্যে সীমানা প্রাচীরের প্রায় অর্ধেকের একটি অংশ ইট দিয়ে গেঁথে দিয়েছে পুলিশ। মাঠে উপস্থিত পুলিশ বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই নির্মাণ কাজ চলছে।
বুধবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে তেতুলতলা মাঠে সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
জানা যায়, সীমানাপ্রাচীর তৈরি করতে তাড়াহুড়ো করে কাজ করছে পুলিশ। পুলিশের ধারণা, সীমানা তৈরি হলে এখানে এলাকার লোকজন কম আসবে এজন্য তারা তাড়াহুড়া করে কাজ করছে।
এ নির্মাণকাজের সার্বিক বিষয়ে জানতে চাইলে উপস্থিত একাধিক পুলিশের সদস্যরা জানান, কলাবাগানের তেঁতুলতলা মাঠে ৪র্থ দিনের মতো থানা তৈরির কাজ চলছে। ইতোমধ্যে সীমানাপ্রাচীরের একটি অংশ সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত কলাবাগান থানার সাব-ইন্সপেক্টর জহিরুল ইসলাম বলেন, ‘সীমানাপ্রাচীরের কাজ আমাদের চলমান রয়েছে ইতোমধ্যে প্রায় অর্ধেকের মতো দেয়াল নির্মাণ হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরাতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কাজ করছি। কাজ বন্ধ করার কোনো আদেশ পায়নি আদেশ পেলে কাজ বন্ধ করে দেব।’
কেএম/এমএমএ/
