রাজধানীতে দিনে দুপুরে ছিনতাইকারীদের দৌরাত্ম্য

রাজধানীতে দিনে-দুপুরে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। প্রকাশ্য রাজপথে মোবাইল ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটছে। দুই দিনে রাজধানীর ফার্মগেট এলাকায় দুই জন সাংবাদিক ছিনতাইকারীদের কবলে পড়েছেন।
ছিনতাইয়ের শিকার হওয়া দুই সাংবাদিকই নিজেদের ফেসবুক পেইজে ছিনতাইয়ের কবলে পড়ার কথা জানিয়েছেন।
দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার স্বপ্না চক্রবর্তী সোমবার (২৫ এপ্রিল) বেলা ৩টার দিকে ফার্মগেট তেজগাঁও থানার পাশে রাস্তায় যানজটে আটকে ছিলেন। মটর বাইকে বসে মোবাইল ফোন দেখছিলেন। এ সময় একজন ছিনতাইকারী তার ফোন ছিনতাই করে সটকে পড়ে।
একই ফার্মগেট এলাকায় মঙ্গলবারও ছিনতাইয়ের শিকার হন আরেকজন সাংবাদিক। সকাল ১১টার দিকে পুলিশবক্সের পাশে যানজটে আটকা পড়ে প্রাইভেট কারে বসে নিজের মোবাইল ফোন দেখছিলেন ঢাকাপ্রকাশের সহকারী সম্পাদক ড. সারিয়া সুলতানা। এ সময় এক যুবক ছিনতাইকারী তার ঝাপটা দিয়ে তার ফোন নিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি ঝুঁকি নিয়ে নিজের ফোনটি রক্ষা করতে পেরেছিলেন। তিনি ফেসবুক পেইজে পোস্ট দিয়ে এ ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন।
এপি/
